Homeবিজ্ঞানস্বপ্ন দেখি কেন? জানুন ঘুম, মস্তিষ্ক ও আবেগের রহস্যময় সংযোগ

স্বপ্ন দেখি কেন? জানুন ঘুম, মস্তিষ্ক ও আবেগের রহস্যময় সংযোগ

Date:

আচ্ছা, আমরা স্বপ্ন দেখি কেন? এই প্রশ্নটা বোধহয় মানব ইতিহাসের মতোই পুরোনো। প্রতি রাতে ঘুমের গভীরে আমরা পাড়ি দিই এক অদ্ভুত জগতে, যেখানে আজগুবি সব ঘটনা ঘটে, চেনা মানুষ অচেনা আচরণ করে, আবার কখনও আকাশেও ভেসে বেড়াই। কিন্তু কেন এই স্বপ্নের আনাগোনা? এর পেছনে কি শুধুই কল্পনা, নাকি আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? চলুন, আজ সেই রহস্যের দিকে একটু উঁকি দেওয়া যাক।

স্বপ্নের সঙ্গে সবচেয়ে নিবিড়ভাবে জড়িয়ে আছে ঘুমের একটি বিশেষ পর্যায়, যাকে বলা হয় REM (Rapid Eye Movement) ঘুম। এই পর্যায়ে আমাদের মস্তিষ্ক থাকে অত্যন্ত সক্রিয়, প্রায় জেগে থাকার মতোই, কিন্তু শরীর থাকে শিথিল। বেশিরভাগ স্পষ্ট ও মনে রাখার মতো স্বপ্ন আমরা এই REM ঘুমের সময়েই দেখি। বিজ্ঞানীরা মনে করেন, স্বপ্ন দেখার একাধিক উদ্দেশ্য থাকতে পারে।

এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো স্মৃতি একীভূতকরণ বা মেমরি কনসোলিডেশন। সারাদিনের অজস্র তথ্য ও অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেছে নিয়ে দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করার কাজটা নাকি স্বপ্নের মাধ্যমেই হয়। অনেকটা কম্পিউটারের ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করার মতো, যেখানে অপ্রয়োজনীয় ফাইল বাদ দিয়ে জরুরি ফাইলগুলো গুছিয়ে রাখা হয়। স্বপ্ন হয়তো আমাদের শেখা নতুন জিনিস বা গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে মস্তিষ্কে আরও ভালোভাবে গেঁথে ফেলতে সাহায্য করে।

স্বপ্ন দেখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আবেগ প্রক্রিয়াকরণ। আমাদের দৈনন্দিন জীবনে যে নানা রকম আবেগ, যেমন আনন্দ, দুঃখ, ভয় বা উদ্বেগের জন্ম হয়, সেগুলোকে সামলানোর একটা উপায় হতে পারে স্বপ্ন। বিশেষ করে উদ্বেগজনক বা পীড়াদায়ক অনুভূতিগুলো স্বপ্নের মাধ্যমে খানিকটা হালকা হয়ে যায়। কিছু গবেষণায় দেখা গেছে, যারা কোনো মানসিক আঘাতের শিকার হয়েছেন, তাদের ক্ষেত্রে স্বপ্ন সেই আঘাতজনিত আবেগগুলোকে ধীরে ধীরে প্রশমিত করতে সাহায্য করে। যেন একধরনের মানসিক ব্যায়াম, যা আমাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত করে।

স্বপ্ন নিয়ে নানা মুনির নানা মত। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড মনে করতেন, স্বপ্ন হলো আমাদের অবদমিত ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। যদিও আধুনিক মনোবিজ্ঞানীরা ফ্রয়েডের এই তত্ত্বকে পুরোপুরি মানতে নারাজ, তবুও স্বপ্নের মাধ্যমে আমাদের অবচেতন মনের কিছু দিক যে প্রকাশ পায়, তা অনেকেই স্বীকার করেন। আবার ‘অ্যাক্টিভেশন-সিন্থেসিস’ তত্ত্ব বলে, REM ঘুমের সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে আসা এলোমেলো সংকেতগুলোকে আমাদের মস্তিষ্ক একটা গল্পে বাঁধার চেষ্টা করে, আর সেটাই স্বপ্ন। অর্থাৎ, স্বপ্নের নির্দিষ্ট কোনো অর্থ নেই, এটা মস্তিষ্কের একটা জৈব-রাসায়নিক প্রক্রিয়া মাত্র। কিছু বিজ্ঞানী আবার মনে করেন, স্বপ্ন আমাদের বিপদ মোকাবিলার মহড়া দেয়, কিংবা দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে সাহায্য করে।

আসলে, স্বপ্ন কেন দেখি তার কোনো একক, সর্বজনগ্রাহ্য উত্তর হয়তো এখনও নেই। তবে বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে চলেছেন এই রহস্যের জট খুলতে। স্বপ্ন সম্ভবত মস্তিষ্ক আর মনোজগতের এক জটিল মিথস্ক্রিয়া, যা আমাদের মানুষ হিসেবে আরও সমৃদ্ধ করে। তাই পরের বার যখন কোনো অদ্ভুত স্বপ্ন দেখবেন, তখন একটু থমকে ভেবে দেখতেই পারেন, আপনার মস্তিষ্ক হয়তো নীরবে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে নিচ্ছে!

আরও পড়ুন

কীভাবে গান আমাদের মস্তিষ্ক ও আবেগকে নিয়ন্ত্রণ করে?

সঙ্গীত এক আশ্চর্য শক্তি; যা ভাষার সীমানা পেরিয়ে আমাদের...

সঙ্গীত কীভাবে মস্তিষ্ক, আবেগ আর স্মৃতিকে প্রভাবিত করে – জানুন বিজ্ঞানের চোখে

সঙ্গীত এক আশ্চর্য শক্তি; যা ভাষার সীমানা পেরিয়ে আমাদের...

আমরা কি আমাদের ব্রেইনের মাত্র ১০% ব্যবহার করি?

আপনিও কি এই বহুল প্রচলিত কথাটা শুনেছেন – আমরা...

স্মার্টফোন যেভাবে আমাদের মস্তিষ্কের গঠন পরিবর্তন করছে

কখনো কি ভেবে দেখেছেন, আপনার হাতের স্মার্টফোনটি শুধু যোগাযোগেরই...

মানবদেহের ভেতরের গোপন বিস্ময়: যা আমরা অনেকেই জানি না

প্রথমেই কথা বলা যাক শরীরের ইলেকট্রিসিটি নিয়ে। হ্যাঁ, ঠিকই...

সাম্প্রতিক