মুস্তাফা জামান আব্বাসী, সংগীত জগতের এক নক্ষত্র, আমাদের ছেড়ে পাড়ি জমিয়েছেন অনন্তলোকে। সুরের রাজ্যে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের পুত্র হিসেবে সংগীত ছিল তাঁর রক্তে মিশে থাকা এক নিঃশ্বাস। শৈশব থেকে সংগীতচর্চা শুরু, কলকাতা থেকে ঢাকা—গানের ধারায় ভেসে চলা তাঁর জীবনের গল্প।
বাংলা লোকসংগীত, আধুনিক গান, এমনকি গজলেও তাঁর ছিল অগাধ পারদর্শিতা। পাকিস্তানে কর্মরত অবস্থায় মেহেদি হাসানের সংগীত জীবনের সূচনাতেও ছিল তাঁর পরামর্শ। ব্যবসায়িক জীবনের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের ‘বাঁশরী’ ও ‘হিজলতমাল’ অনুষ্ঠানে পঁচিশ বছরের বেশি সময় ধরে লোকসংগীত পরিবেশন করেছেন তিনি।
মুস্তাফা জামান আব্বাসীর চলে যাওয়া বাংলা সংগীতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর সুরেলা কণ্ঠ আর হৃদয়স্পর্শী সংগীত চিরকাল আমাদের স্মৃতিতে অমলিন থাকবে।


