স্ক্রিপ্টটি নতুন বাংলাদেশের কঠিন বাস্তবতা তুলে ধরে—যেখানে চিকিৎসার খরচ মেটাতে সম্মানিত ও মধ্যবিত্ত মানুষ পর্যন্ত রাস্তায় হাত পাততে বাধ্য হচ্ছে। ক্যানসার, ডায়ালাইসিস, জরুরি ওষুধ—এসবের দাম এত বেশি যে পরিবারগুলো ভেঙে পড়ছে। গবেষণা বলছে, চিকিৎসা ব্যয়ের চাপে লাখ লাখ মানুষ দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নেই, সামাজিক সুরক্ষায় বৈষম্য বাড়ছে, কর্মসংস্থান কমছে—এবং সাধারণ মানুষ দিন দিন আরও অসহায় হয়ে পড়ছে। রাজনৈতিক আলোচনায় বড় বড় প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে মানুষের কষ্ট বাড়ছে; মরিয়ম বেগম বা সেই স্কুলশিক্ষকের কান্না যেন রাষ্ট্রেরই ব্যর্থতার প্রতিচ্ছবি।


