স্ক্রিপ্টটি প্রফেসর আব্দুর রাজ্জাকের বুদ্ধিবৃত্তিক প্রভাব, তাঁর চিন্তা, শিক্ষা-পদ্ধতি এবং জাতি গঠনে তাঁর ভূমিকা তুলে ধরে। আহমদ ছফার দৃষ্টিতে রাজ্জাক ছিলেন এমন এক গুরু, যিনি আবেগ নয়—জ্ঞানের মাধ্যমে সমাজ বদলের পথ দেখাতেন। রাজনৈতিক আদর্শ, প্রতিষ্ঠান সংকট, বুদ্ধিজীবী বনাম অ্যাক্টিভিস্টের পার্থক্য এবং বাংলাদেশের রাজনৈতিক দুর্বলতা—সবকিছু নিয়েই ছিল তাঁর গভীর বিশ্লেষণ। তিনি ছিলেন দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড, যার অভাব এখন আরও স্পষ্ট।


