সুফি দর্শনের আলোকে প্রেমকে ব্যাখ্যা করা হয়েছে। পার্থিব প্রেম (ইশকে মাজাজি) কোনো চূড়ান্ত সুখ নয়, বরং ঐশ্বরিক প্রেম (ইশকে হাকিকি)-র পথে এক অগ্নিপরীক্ষা। মজনু–লায়লার কিংবদন্তি ও রুমি–শামসের সম্পর্কের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে—প্রেমের পূর্ণতা মিলনে নয়, বিরহে। বিরহ মানুষের অহংকার ভেঙে দেয়, “আমিত্ব” পুড়িয়ে আত্মাকে প্রস্তুত করে খোদার প্রেমে বিলীন হওয়ার জন্য। আধুনিক হার্টব্রেক বা বিচ্ছেদকেও এই লেখায় ব্যর্থতা নয়, বরং আত্মিক পরিশুদ্ধি ও ঐশ্বরিক ডাকে সাড়া দেওয়ার এক সুযোগ হিসেবে দেখা হয়েছে।



